মৃতে দোষ কিকি ?

Kaushik sharma
0

                                                   


দোষ তিন প্রকার 

1- বার দোষ
2-তিথি দোষ
3-নক্ষত্র দোষ

প্রথমে বার দোষ

1-শনিবার
2- রবিবার
3-মঙ্গলবার

এই তিন বারে মৃত্যু হইলে হইলে একপাদ দোষ হয়।  >

তিথি দোষ

1-দ্বিতীয়া
2-সপ্তমী
3-দ্বাদশী

শুক্ল এবং কৃষ্ণ পক্ষ উভয়ের এই তিথিগুলোয় মৃত্যু হইলে তিথি দোষ হলে একপাদ দোষ হয়।

নক্ষত্র দোষ

1- পূর্ণবসু 1- কৃত্তিকা
2- বিশাখা 2- উত্তরফালগুনী
3- পূর্বভদ্রপদ 3- উত্তরাষাড়া

বৃহস্পতি এবং রবির নক্ষত্রে মৃত্যু হলে।
কথিত নক্ষত্র বৃহস্পতির ও রবির নক্ষত্র 
নক্ষত্র দোষ হলে দ্বিপাদ দোষ হয়।

তিথি দোষ -একপাদ
নক্ষত্র দোষে -দ্বিপাদ

মোট- চারিপাদ বা চতুষ্পদ দোষ বা ত্রিপুস্কর দোষ।

বার দোষ পুত্র নাশ বা পুত্রের পীড়ার কারণ এবং শস্য নাশ হয়।
তিথি দোষে গোধন নাশ হয়ে থাকে বা পশু ইত্যাদির নাশ হয়।
নক্ষত্র দোষে গোত্র নাশ হয়ে থাকে।

ত্রিপুষ্কর দোষে জ্ঞাতি গোষ্ঠীর নাশ ঘটে এমনকি সেই বাস্তু ভিটায় একটি বৃক্ষ জীবিত থাকে না। ত্রিপুষ্কর যোগে মৃত্যু হলে বাড়িতে মোট তিনবার মৃত্যু ঘটে। তবে মৃত্যু ত্রিবিধ।

যথা -

মর্ত মুখী বা পৃথিবীমূখী
পাতালমুখী বা নিম্নমুখী
স্বর্গমুখী বা উর্ধমুখী

কোন মুখী যানতে হলে-

রবির -১
চন্দ্রের-২
মঙ্গলের-৩
বুধের-৪
বৃহস্পতির-৫
শুক্রের-৬
শনির-৭

মৃত্যুর বার দেবতার মানের সঙ্গে ৩৫ যোগ করতে হবে। যোগফল কে তিন দ্বারা ভাগ করে ভাগফল ১ থাকলে দোষ স্বর্গমুখী হবে। ২ থাকলে দোষ পাতালমুখী হবে। ০ থাকলে দোষ মর্তমুখী হবে। ত্রিপুষ্কর যোগে মৃত্যু হলে বাড়িতে মোট তিনবার মৃত্যু ঘটে। ত্রিপুষ্কর দোষে মৃত্যু হলে রাজস্থানের পুস্কর তীর্থের ব্রহ্মা মন্দিরে যজ্ঞ ও পিন্ডদান করলে দোষের শান্তি হয়।

দোষ শান্তির উপায়-

একপাদ দোষ হলে - একমাস বাড়িতে থাকা চলেনা।
দ্বিপাদ দোষ হলে- ছয়মাস বাড়িতে থাকা চলে না।
ত্রিপাদ দোষ হলে- এক বছর বাড়িতে থাকা চলে না।

একপাদ ও দ্বিপাদ দোষ হলে শান্তি শ্বসত্যয়ন ও গোয়াতে পিন্ডদান।
ত্রিপাদ ও ত্রিপুস্কর দোষ হলে পঞ্চাঙ্গ শ্বসত্যয়ন।

পঞ্চাঙ্গ শ্বসত্যয়ন হলো-

১-তুলসী সহিত শ্রী বিষ্ণু পূজা
২-পার্থিব শিব পূজা
৩-চন্ডী পূজা ও চন্ডী পাঠ
৪-শ্রী মধুসূদন পূজা ও মধুসূদন মন্ত্র জপ
৫-শ্রী দুর্গা পূজা ও দুর্গা মন্ত্র জপ















एक टिप्पणी भेजें

0 टिप्पणियाँ

Please do not insert any spam link in the comment box.

एक टिप्पणी भेजें (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top